বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইতালিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৯ অক্টোবর ২০২২ ১৭:৩৬ |আপডেট : ১৯ অক্টোবর ২০২২ ১৭:৩৮
ইতালিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত
ইতালিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে ইতালিতে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ৭৫ এর ঘাতকদের হাতে শেখ রাসেল শহীদ না হলে আজ তিনি দেশের বড় দায়িত্ব পালন করতেন।

একটি হলে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  জামিলুল আরিফের পরিচালনায় অনিশ্চিত আলোচনা সভায়  ভিডিও কলের মাধ্যেমে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ সভাপতি আলম মাহমুদ, সহ সভাপতি  শাকিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন শাহ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, কোষাধ্যক্ষ মোরাদুল ইসলাম ছোটন, ওমর আলী, রিয়াজ উদ্দিন, বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বাদল আহমদ, প্রচার সম্পাদক ইমরান হোসেন, রোম মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ সভাপতি জুবায়ের আহমদসহ আরও অনেকে।

ইতালি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয় শেখ রাসেলের প্রতি। শেষে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর