বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংসদের ভেতর হাতাহাতিতে জড়ালেন এমপিরা

অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২২ ১০:৪৮ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২২ ০২:১২
সেনেগালের সংসদের ভেতর হাতাহাতিতে জড়িয়েছিলেন দেশটির সংসদ সদস্যরা
সেনেগালের সংসদের ভেতর হাতাহাতিতে জড়িয়েছিলেন দেশটির সংসদ সদস্যরা

আফ্রিকার দেশ সেনেগালের সংসদের ভেতর হাতাহাতিতে জড়িয়েছিলেন দেশটির সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চড় মারেন অপর এক এমপি। এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এরই মাঝে হাতাহাতির সেই ভিডিওটি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা এক নারী এমপিকে হেটে এসে অপর এক পুরুষ এমপি চড় মেরেছেন। এ ঘটনায় হতভম্ব ওই নারী তার আসন ছেড়ে বের হয়ে পুরুষ এমপিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এরপর আরও কয়েকজন এসে মারামারিতে যোগ দেন। একে অপরকে কিল ঘুষি মারেন।

এ ঘটনার সময় সংসদে বাজেট উত্থাপন চলছিল। ওই সময় বিরোধী দলীয় এমপি মাসাতা সাম্ব সরকার দলীয় এমপি নাদিয়ে নাবরির গালে চড় মারেন। নাবরি এতে ক্ষিপ্ত হয়ে সাম্বের দিকে চেয়ার ছুড়ে মারেন। এরমধ্যে আরেকজন এমপি ওই নারী এমপিকে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় ওই অধিবেশন স্থগিত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জার্মান বার্তাসংস্থা ডয়েচ ভেলে


সেনেগালে নারীর ওপর সহিংসতা বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরমধ্যেই দেশটির সংসদের ভেতর একজন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

চলতি বছরের জুলাইয়ে সেনেগালে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। এতে আবারও ক্ষমতায় আসে বেনো বক ইয়াকার (বিবিওয়াই) জোট। তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থ হলেও সংসদে তাদের অবস্থান দুর্বল হয়ে যায়। এরপর দেশটির বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে উত্তেজনা চলছে। প্রেসিডেন্ট ম্যাকি শাল ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ ভয় থেকে অনেকে ক্ষমতাসীন দলের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর