শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে ভোলায় সংঘর্ষ, নিহত ১

ভোলা (বরিশাল) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২২ ১৭:৩৪ |আপডেট : ৮ ডিসেম্বর ২০২২ ০৮:০২
ভোলা
ভোলা

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মারামারিতে হৃদয় (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামে এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডুলস খাওয়াকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়,পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায় দুই দলের সমর্থকরা। 

একপর্যায়ে সংঘর্ষ শেষে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন, আহতদের মধ্য থেকে হৃদয় (২১) নামের এক যুবক বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ভোলার পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম জানিয়েছেন, যারা মারামারিতে অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে পুলিশ তথ্য সংগ্রহ করছে। উভয় গ্রুপের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের সাথে আমরা কথা বলেছি, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অতিসত্ত্বর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে। 



মন্তব্য করুন