বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে মাগুরা বিলে পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২২ ০৭:২১ |আপডেট : ৮ ডিসেম্বর ২০২২ ১০:৩৫
নওগাঁ জেলা
নওগাঁ জেলা

নওগাঁ আত্রাইয়ে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগে উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামের মাগুরা বিলে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

নওগাঁ আত্রাইয়ে বিলের পানি সেচে মাছ ধরার অভিযোগে উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামের মাগুরা বিলে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। 

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, স্থানীয় মৎস্যজীবীসহ এক প্রভাবশালী মহল মাগুরার বিলের শ্যালো মেশিন বসিয়েছে পানি শুকিয়ে মাছ ধরার প্রক্রিয়া শুরু করেছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং তাদের সেচের জন্য শ্যালো মেশিন উঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পানি শুকিয়ে মাছ ধরাতে নিষেধ করা হয়েছে। 

দেশি প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। সেখানে তারা শ্যালো মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরার কারণে মাছের প্রজনন ধ্বংস হওয়ার পাশাপাশি বিলিন হয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ।

এবিষয়ে পাঁচুপুর ইউনিয়ন মৎস্য সমিতির সভাপতি সাইদুরের সঙ্গে মুঠোফনে কথা হলে তিনি জানান, কে বা কারা অভিযোগ দিয়েছে তা জানিনা। আমরা সেখানে ভাওর তৈরি করে মাছ ধরতাম।



মন্তব্য করুন