বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের নতুন এমডি কক্সবাজারের শফিউল আজিম

চকরিয়া প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২২ ০৭:৫৪ |আপডেট : ৮ ডিসেম্বর ২০২২ ১০:১৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব কক্সবাজার শহরের টেকপাড়ার কৃতি সন্তান শফিউল আজিম।

শফিউল আজিমকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার (৭ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বিমানের বর্তমান এমডি মো. যাহিদ হোসেনকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিমানের নতুন এমডি শফিউল আজিম দীর্ঘদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিনি সাবেক আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের একান্ত সচিব হিসাবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব চালিয়ে আসছেন।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ারকে বদলি করে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।



মন্তব্য করুন