শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর ২০২২ ১০:৪৭ |আপডেট : ৯ ডিসেম্বর ২০২২ ০৯:১৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ফখরুল। 

মির্জা ফখরুল বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান আমাদের সমাবেশের জন্য গ্রহণযোগ্য নয় এবং এটা উপযোগী নয়। বিএনপির জন্য এটাকে আমরা কমফোর্টেবল মনে করি না। এমনঅবস্থায় বিএনপির পক্ষ থেকে পূর্বাচলের রপ্তানি মেলা মাঠ, টঙ্গী ইজতেমার মাঠ—এসব মাঠ ছাড়া ঢাকা শহরের অন্য যেকোনো স্থান নির্ধারণের জন্য সরকারকেই দায়িত্ব দেওয়া হয়। সরকারের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। আমরা সরকারকেই বলেছিলাম আপনারা গ্রহণযোগ্য কোনো স্থানে জায়গা দেন তাহলে আমরা সেটা বিবেচনা করবো।’

দলীয় কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে, এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমরা স্পষ্ট বলেছি, আমরা আমাদের সমাবেশ অনুষ্ঠান করবো। এরজন্য আমরা নয়পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো। সরকারের দায়িত্ব হচ্ছে তারা কীভাবে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশস্থলে যাবো। এখন জনগণ কী করবে, এরপর জনগণই ঠিক করবে কি হবে।’ 

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে।  অন্যথায় সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর