শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন মেসিরা, কিন্তু কবে?

অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩ ১৩:০৮ |আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ০৯:২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় আসবে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা দল বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।

আর্জেন্টিনা এলে খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সেই স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। জুনের আগে সংস্কারকাজ শেষ হবে কি না, সংশয় আছে।

তবে কাজী সালাউদ্দিন আশাবাদী কণ্ঠে বলেছেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।



মন্তব্য করুন