শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ |আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১১:১৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপার মুকুট জিতেছে শেফালী ভার্মার নেতৃত্বাধীন ভারত দল।

রোববার (২৯ জানুয়ারি) সাউথ আফ্রিকাপচেস্টফ্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনারদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। 

তিন নম্বরে নেমে নিয়াম হল্যান্ড ফেরেন ১০ রানে। এরপর আবার আসা যাওয়ার মিছিল। ৬৯ রানে থামে ইংলিশ মেয়েদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন শেফালী ভার্মা। ১১ বলে ১৫ রান করে অবশ্য সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। ৮ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শোয়েতা শ্রেওয়াত। কিন্তু চাপ সামলে নেন সৌম্য টিওয়ারি এবং গংগারি তৃষা। দুজনের ৪৬ রানের জুটিতে প্রায় জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ২৯ বলে ২৪ রান করে তৃষা ফিরলেও ২৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।



মন্তব্য করুন