শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা, দুই নেতা বহিষ্কার

রাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ১৮:১৪ |আপডেট : ২০ মার্চ ২০২৩ ০৮:০০
রাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা, দুই নেতা বহিষ্কার
রাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা, দুই নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান ও যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, গত ২৯ ডিসেম্বর শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনকে বহিষ্কৃতরা মারধর করেন। ঘটনাটি আমরা কেন্দ্রকে অবহিত করি। পরে কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ ডিসেম্বর (২০২২) মহানগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করছিল ছাত্রদল। সভার একপর্যায়ে ২০ থেকে ২৫ জন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দীনের ওপর হামলা করেন। এই ঘটনায় গতকাল শনিবার (১৮ মার্চ) রাবি শাখার ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ছাত্রদল।



মন্তব্য করুন