শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মীদের ৫ বছরের বেতনের সমান বোনাস দিচ্ছে যে প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ০১:১৫ |আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৩:৪৯
এভারগ্রিন প্রতিষ্ঠানের কনটেইনারবোঝাই একটি জাহাজ
এভারগ্রিন প্রতিষ্ঠানের কনটেইনারবোঝাই একটি জাহাজ

তাইওয়ানের বৃহৎ শিপিং প্রতিষ্ঠান এভারগ্রিন তার ৩ হাজার ১০০ কর্মীকে উৎসাহিত করতে বড় অঙ্কের বোনাস দিচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কর্মীদের বছর শেষের বোনাস হিসেবে ৫২ মাস, অর্থাৎ চার বছর চার মাসের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে।

বছরের মধ্যবর্তী বোনাস হিসেবে কর্মীদের অর্থ পরিশোধ বাবদ এভারগ্রিনকে গুনতে হবে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৮৭ কোটি টাকা)। প্রতিষ্ঠানটির কর্মীদের জনপ্রতি বার্ষিক বেতন ২৯ হাজার ৫৪৫ থেকে ১ লাখ ১৪ হাজার ৮২৩ মার্কিন ডলার।

এভাবে কর্মীদের পুরস্কৃত করার পর এবার ২০২২ সালের কাজের জন্য বছরের মধ্যবর্তী বোনাস হিসেবে তাঁদের আরও ১০ থেকে ১১ মাসের বেতনের সমপরিমাণ অর্থ দিতে চলেছে এভারগ্রিন। দ্য স্ট্রেইটস টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। দুই দফা বোনাস মিলে কর্মীদের ২০২২ সালের কাজের জন্য দেওয়া পুরস্কারের অর্থ দাঁড়াবে ৫ বছরের বেশি সময়ের বেতনের সমান।

এভারগ্রিন জানিয়েছে, একেকজন কর্মীর ব্যক্তিগত কাজের দক্ষতার ভিত্তিতে বোনাসের অর্থ পরিশোধ করা হবে। বছরের মধ্যবর্তী বোনাস হিসেবে কর্মীদের বড় অঙ্কের এ অর্থ পরিশোধ বাবদ প্রতিষ্ঠানটিকে গুনতে হবে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৮৭ কোটি টাকা)।

এভারগ্রিন প্রতিষ্ঠানটির কর্মীদের জনপ্রতি বার্ষিক বেতন ২৯ হাজার ৫৪৫ থেকে ১ লাখ ১৪ হাজার ৮২৩ মার্কিন ডলার।

দ্য স্ট্রেইটস টাইমসের তথ্য অনুযায়ী, এভারগ্রিন ২০২২ সালের ৩১ ডিসেম্বর তার অর্থবছর শেষে নিট মুনাফা করেছে রেকর্ড ৩৩ হাজার ৪২০ কোটি (৩৩৪ দশমিক ২ বিলিয়ন) মার্কিন ডলার। এটি আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৮২ শতাংশ বেশি। বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ বিধিনিষেধ উঠে যাওয়ায় ও বিশ্বজুড়ে পরিবহন খরচ বাড়ায় জাহাজে পণ্য পরিবহনসেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠানটির মুনাফাও লাফিয়ে বেড়েছে।

কর্মীদের ৫ বছরের বেশি বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়ার এ খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেকে এ খবরে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে লিখেছেন, তাঁরা এভারগ্রিনের কর্মীদের ব্যাপারে খুবই ঈর্ষান্বিত



মন্তব্য করুন