শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ায় ঢুকে পড়া ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানালো মস্কো

অনলাইন ডেস্ক
২৭ মার্চ ২০২৩ ০৪:৩২ |আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১৯:০০
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু
রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু

রাশিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সের্গেই শোইগু জানান, রোববার ইউক্রেনের একটি ড্রোন সীমান্ত পেরিয়ে রাশিয়ার ৪০০ কিলোমিটার ভেতরে কিরেইভস্ক শহরের ওপর চলে আসার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ড্রোনটি ভূপাতিত করার পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে।

এর আগেও ইউক্রেনের বিরুদ্ধে একাধিকবার রাশিয়ার বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তোলে মস্কো, যদিও সেসব অভিযোগ অস্বীকার করে ইউক্রেন।

তবে সর্বশেষ রাশিয়ার আকাশসীমায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার যে দাবি মস্কো করেছে সে বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।



মন্তব্য করুন