মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সুরভীর জোড়ায় সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩ ১৫:৫২ |আপডেট : ১ মে ২০২৩ ১৮:২৯
সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে জিতেছে
সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে জিতেছে

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হাজারো প্রবাসী সমর্থকের উপস্থিতিতে সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। ম্যাচে অন্য গোলটি এসেছে সুলতানা আক্তারের কাছ থেকে।

গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। আর দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে। 

গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। আর দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে।

সেপ্টেম্বরে সেখানে বাছাইয়ের সেরা আটটি দল লড়বে। এখান থেকে চার দল যাবে মূল পর্বে। ২০২৪ সালের মূল পর্বে আগে থেকেই অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় স্থান অর্জনকারী চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

রবিবার জালান বেসার স্টেডিয়ামে লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠায় তাকে নিয়েই একাদশ সাজান কোচ। তার প্রতিদানও দিয়েছেন এই ফরোয়ার্ড।



মন্তব্য করুন