বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন কাজী নাবিলও

ক্রীড়া প্রতিবেদক
৩ মে ২০২৩ ১৮:১২ |আপডেট : ৪ মে ২০২৩ ১০:৫৪
বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ
বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ

বাফুফের কার্যনির্বাহী কমিটির সভার পর ২ মে মিডিয়া ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাংবাদিকদের নিয়ে বেফাঁস আলাপ করছিলেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, সাংবাদিকদের বাফুফে ভবনে ঢুকতে হলে তাদের এবং তাদের বাপের জুতা পরা ছবি দিতে হবে।

'

এ সময় কাজী মো. সালাউদ্দিনকে উদ্দেশ্য করে সাংবাদিকদের অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্য করে কাজী নাবিল আহমেদকেও বলতে শোনা যায়, আমার রিকুয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে।

বাফুফে সভাপতি গতকালই ক্ষমা চাইলেও আজ (৩ মে) ঘুম ভেঙ্গেছে সহ-সভাপতি কাজী নাবিলের। ক্ষমা চেয়ে নাবিল বলেন, 'কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের আগে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেখানে আমার সব সময়ের সহযাত্রী সম্মানিত সাংবাদিক ভাইদের নিয়ে করা আমার একটি মন্তব্যে তারা ভীষণ মর্মাহত হয়েছেন। এই মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।  এই ধরনের মন্তব্য করা আমার কোনোভাবেই উচিত হয়নি।'

কাজী নাবিল এবং তার পরিবার সাংবাদিকতার সঙ্গে জড়িত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সাংবাদিকদের নিয়ে করা কটূক্তি সমানভাবে তার ওপরও বর্তায়। নাবিল বলেন, 'আমি নিজেও দীর্ঘদিন সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত। এই সেক্টরে আমার পারিবারিক সম্পর্কের বিষয়টি সবার জানা। এই মন্তব্য আমার ওপরও এসে পড়ে।  তাই আপনাদের কেমন লাগছে সেটা আমি অনুভব করতে পারছি। আশা করছি আমার সাংবাদিক ভাইয়েরা বরাবরের মত আমার পাশে থাকবেন। '



মন্তব্য করুন