শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম আড়াই ঘণ্টার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে : ইসি

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৩ ০৬:৩৬ |আপডেট : ২৬ মে ২০২৩ ১৪:৪৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টার ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে।’

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন অফিস থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসি কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকদের দেওয়া তথ্যে দেখা গেছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সকালে বেশ কয়েকটি ইভিএম মেশিন অকার্যকর থাকলেও তা তাৎক্ষণিকভাবে সেগুলো মেরামত করা হয় এবং ভোটাররা তাদের ভোট দিতে সক্ষম হন।

মো. আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১০-১২টি সিসিটিভি ক্যামেরায় ইন্টারনেট সমস্যা দেখা দিলেও গুলোর ফুটেজ রেকর্ড করা হচ্ছিল।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর