চাঁদখানা ইউপি চেয়ারম্যান হলেন নৌকার মোস্তাফিজার

চাঁদখানা ইউপি চেয়ারম্যান হলেন নৌকার মোস্তাফিজার
নীলফামারীর কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতিকের মোস্তাফিজার রহমান যাদু। তিনি ৪ হাজার ৫ শ’ ৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন।
নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীর নিকটতম হয়েছেন (দুটি পাতা) প্রতিকের নাজিম উদ্দিন আলম (সবুজ)। তিনি পেয়েছেন ৩ হাজার ৮ শ’ ৬৫ ভোট। এছাড়া এ নির্বাচনে (লাঙ্গল) প্রতিকের শফিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৭ ভোট, অপর এক প্রাথর্ী (আনারস) প্রতিক নিয়ে খায়রুল আলম পেয়েছেন ২ হাজার ৮ শ’ ৫২ ভোট। অন্যদিকে দু’ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে। এ প্রার্থীরা হলেন (ঘোড়া) প্রতিকের আব্দুল বারেক। তিনি পেয়েছেন ৪ শ’ ৯৩ ভোট ।
অন্য আর এক প্রার্থী হলেন (মোটর সাইকেল) প্রতিকের আবু কালাম আজাদ। তিনি পেয়েছেন ১ শ’ ৯৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। চাদখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রে ভোট নেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
মন্তব্য করুন