গাজীপুর সিটি নির্বাচন : ১৩৩ কেন্দ্রে জায়েদা ৬৮৮০০, আজমত ৫৮০২৫

আজমত উল্লা ও জায়েদা খাতুন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন। ৪৮০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট।
অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আজমত উল্লা খান ৫৮ হাজার ২৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় সিটিতে ভোট শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপরই শুরু হয় গণনা।
নির্বাচন কমিশনের পাশাপাশি এই ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান, স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুনসহ অন্য প্রার্থীরা।
কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঢুকে পড়ায় দুজনকে আটক করেছে পুলিশ। নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরায় দেখে খবর দেয়া হলে তাদের আটক করা হয়।
মন্তব্য করুন