বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৮ |আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৬
সোহানুর রহমান সোহান। ছবি : সংগৃহীত
সোহানুর রহমান সোহান। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রযোজক খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া মারা যান। 

নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম বিশ্বাস অবিশ্বাস। সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন। তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- আমার দেশ আমার প্রেম, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালোবাসা, স্বামী ছিনতাই, আমার জান আমার প্রাণ, পরাণ যায় জ্বলিয়া রে, কোটি টাকার প্রেম, সে আমার মন কেড়েছে, দ্য স্পিডলোভে পাপ পাপে মৃত্যু ইত্যাদি।



মন্তব্য করুন