রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত

অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৪ |আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার থেকে এই সেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার জানান, জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জরকে খুনের ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিষয়ে তার সরকারের কাছে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে।

কানাডার অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার কোনো সহিংস ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ একেবারে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী মোদির কাছে ট্রুডো এসব অভিযোগের কথা জানালে তিনি এটি সম্পূর্ণ অস্বীকার করেন।

বিএলএস ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশে কার্যক্রম পরিচালণা সংক্রান্ত  কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



মন্তব্য করুন