রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কবে অবসর নেবেন, জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২২ |আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৯
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট মহারণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বুধবার বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে টাইগারদের ভারত যাত্রার থেকেও দেশের আনাচে কানাচে বেশি আলোচনায় বিশ্ব আসরের দল থেকে দেশসেরা ওপেনার তামিম ইকবালের বাদ পড়া। এমনকি এই বাদ পড়ার পিছনে দায়ী করা হচ্ছে বিশ্বকাপে টাইগার দলপতি সাকিব আল হাসানকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দলসহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিশ্বকাপের উদ্দেশ্যে টাইগারদের দেশ ছাড়ার দিনে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে সাকিবের একটি বিশেষ সাক্ষাৎকার। সেখানে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব কবে বিদায় নিতে চান সেই বিষয়টিও। সাকিবও জানিয়ে দিয়েছেন কবে অবসর নিতে চান তিনি।

সাক্ষাৎকারের শেষ দিকে এসে সাকিবকে প্রশ্ন করা হয়, সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, আন্তর্জাতিক ক্যারিয়ার যদি দেখেন, এখন পর্যন্ত সেটি ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।এটা ওয়ানডে সংস্করণের জন্য, জানান সাকিব। আর টি-টোয়েন্টি খেলবেন ২০২৪ এর বিশ্বকাপ। টেস্ট ক্রিকেট হয়তো আরও আগেই ছেড়ে দেবেন’—সরাসরিই জানিয়ে দেন সাকিব।

তবে এরপর যে আর খেলবেন না, এমন নিশ্চয়তা দেননি এই অরলাউন্ডার। পরিস্থিতির ওপরেই অবসর নির্ভর করে এমন ইঙ্গিত দিয়ে তিনি জানান, 'তিন ফরম্যাটে অবসর নেবেন একসাথে। আগে একটা একটা করে খেলা ছেড়ে দিয়ে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেবেন। তবে ভবিষ্যত কেউ জানে না। এখনকার হিসেবে এরকম একটা আইডিয়া করা আছে তার।

আফগানিস্তান সিরিজে তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ায় হুট করেই ওয়ানডের নেতৃত্ব নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব সেই সময় বেশ কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। সেগুলোতে রাজি হওয়ার পরেই ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন।

এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের সোজাসাপটা উত্তর, কোনো শর্ত দেননি তিনি। কেউ যদি বলে তিনি একটিও শর্ত দিয়েছেন, সে রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না তিনিও শর্ত দিয়েছেন। যখন এই ধরনের আলোচনা নিউজে দেখেন, হাসি পেয়েছে তার।  কিন্তু কখনো বলা হয়নি। বাস্তব পরিস্থিতি অনুযায়ীই তিনি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করবেন।

সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন সাকিব। যাতে আছে আশাবাদ। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ দল এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন। দেশবাসীর সমর্থন থাকলে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সাকিব আল হাসান।।



মন্তব্য করুন