রোবট অলিম্পিয়াডে ১৩ মেডেল জয় করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত
২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১৪ সদস্যের দল অংশ নিয়ে মোট ১৩টি পদক অর্জন করেছে।
সোমবার ( ১৬
জানুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফলাফল
ঘোষণা করা হয়। এতে ১টি গোল্ড, ২টি সিলভার,
২টি ব্রোঞ্জ ও ৮টি টেকনিক্যাল মেডেলসহ মোট ১৩ টি পদক অর্জন
করেছে বাংলাদেশ।
থাইল্যান্ডের
ফুকেট শহরে গত ১২-১৫ জানুয়ারি অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সারা
পৃথিবীর প্রায় ১৫০০ ক্ষুদে রোবটবিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।
রোবট ইন
মুভির চ্যালেঞ্জ গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে টিম অ্যাফিসিয়েনাদোসের সদস্য
মাইশা সোবহান মুনা, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা
পৃথিবী। রোবট ইন মুভির জুনিয়র গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে রোবোস্পারকার্স
টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও
শবনম খান।
ক্রিয়েটিভ
ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে সিলভার মেডেল অর্জন করেছে জিরোথ টিমের সদস্য নুসাইবা
তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম। ব্রোঞ্জ
মেডেল অর্জন করেছে যথাক্রমে রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে জিরোথ টিমের সদস্য
নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম,
রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ্ রহমান ও কাজী
মোস্তাহিদ লাবিব।
অপরদিকে
টেকনিক্যাল মেডেল অর্জন করেছে যথাক্রমে ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে
রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ
আয়মান ও শবনম খান, ক্রিয়েটিভ ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে
রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ রহমান, কাজী
মোস্তাহিদ লাবিব ও আবরার শহীদ, এক্সফ্যানাটিক টিমের সদস্য
মাহির তাজওয়ার চৌধুরী, রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে
টিম এক্সফ্যানাটিকের সদস্য মাহির তাজওয়ার
চৌধুরী ও আবরার শহীদ, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন
তানিশা ও মার্জিয়া আফিফা পৃথিবী, এফপিভি রেসিং সিমুলেটর
ক্যাটাগরিতে মাহির তাজওয়ার চৌধুরী, এনার্জি সেভিং
ক্যাটাগরিতে মো. ওমর করিম, কার্ট রোলিং ক্যাটাগরিতে মো.
ওমর করিম এবং রোবট গ্যাদারিং ক্যাটাগরিতে
মো. ওমর করিম।
২৫-২৬
অক্টোবর ২০২২ তারিখে পঞ্চমবারের মত বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের পৃষ্ঠপোষকতায় সরকারের তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
মন্তব্য করুন