বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বাড়ছে মৃত্যু, একদিনেই ৩৯

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২০ ২০:২৫ |আপডেট : ১৩ এপ্রিল ২০২১ ০৪:১৮
করোনায় মৃত্যু। প্রতীকী ছবি
করোনায় মৃত্যু। প্রতীকী ছবি

৫৮ দিন পর আবারও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ল। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে একদিনে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ২১২ জন। যা গত ৭৬ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনা পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। করোনায় মোট শনাক্ত রোগী পাওয়া গেছে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন হয়েছে।

আর গত এক দিনে ৩৯ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ২৫৪ জন।

এদিকে, করোনা থেকে আরও ১ হাজার ৭৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর