গ্যারান্টি দিয়ে বলতে পারি রাজনৈতিক আলোচনা করিনি : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান । ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার (৬ জুন) সকালে এ বৈঠক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আইনমন্ত্রী আনিসুল
হক বলেন, ‘প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা
সালমান এফ রহমানের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।’
বৈঠকে শ্রম আইন নিয়ে আলোচনা হয়েছে বলে
জানান তিনি। আইনমন্ত্রী বলেন, মূলত শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের
বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা কোনো রাজনৈতিক বিষয়ে
আলোচনা করিনি। ’
মন্তব্য করুন