বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

তানজিম সাকিবকে নিয়ে মুখ খুললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৮ |আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারীবিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সদ্যই অভিষেক করা পেসার তানজিম হাসান সাকিব। তার পাশে দাঁড়িয়েছেন অফস্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

প্রবল সমালোচনার পর জুনিয়র সাকিবের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের কাছে নিজের পোস্টের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার। 

তারপরই সামাজিক মাধ্যমে সাকিবের পক্ষ নিয়ে মিরাজ পোস্ট দিয়েছেন। লিখেছেন, আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনি ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।

শেষ প্যারায় ভারতের বিপক্ষে অভিষেকে দারুণ বোলিং করা সাকিবের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন তানজিম সাকিব। ওই পোস্টে তিনি লিখেছিলেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।

তানজিমের আরেকটি পোস্ট ছিল এমন, ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী, এসব বিদ্বেষমূলক আচরণে ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে শাস্তিও অনিবার্য। কিন্তু তানজিম সাকিব কেবল ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন। বিসিবি তানজিম সাকিবকে কেবল সতর্ক করেই দায়িত্ব শেষ করেছে। যদিও বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে শুধু তানজিম সাকিব নয়, সব ক্রিকেটারের দিকে বাড়তি নজর দেবেন তারা।



মন্তব্য করুন