বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ব্যর্থতার দায় স্বীকার বিসিবির

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ১১:২০ |আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ১২:০০
পুরোনো ছবি
পুরোনো ছবি

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ৯ ম্যাচের দুটিতে জিতে হতাশা নিয়ে দেশে ফিরেছে সাকিব আল হাসানরা। অধিনায়ক সাকিব আল হাসান মেনে নিয়েছেন, এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ।

শনিবার বোর্ড পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপের রিপোর্ট জমা দেওয়ার পর বোর্ড মিটিং থেকে করণীয় ঠিক করার কথা বলেছেন জালাল ইউনুস।

শনিবার মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেছেন, আমাদের সবারই দায়বদ্ধতা আছে। সবাই মেনে নিয়েছি। ডেফিনিটলি টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটাতো স্বীকার করে নিয়েছি।

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও বাংলাদেশ প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি। পুরো টুর্নামেন্টেই ব্যাটাররা ব্যর্থ ছিলেন। ফলাফল নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান বলেছেন, আপনারাও জানেন এ ধরণের ফল হবে আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনও ট্যুরে খেলবেন, তখন একটা লক্ষ্য থাকে। টার্গেট করে সেখানে যেতে হয়। আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার যে চেষ্টা থাকে সেটা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি জানি না।বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্ট চেয়েছে বিসিবি। এই রিপোর্ট পেলে সভা ডেকে বোর্ড সিদ্ধান্ত নেবে, আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করা দরকার আমাদের করতে হবে।



মন্তব্য করুন