শনিবার, ৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
১৫ ডিসেম্বর ২০২৩ ১৮:১৬ |আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১০:৪৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে জীবন্দানকারী সকল বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা পর্বে মূল বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি ও চার্জ দ্য অ্যাফেয়ার্স তৌফিক ইসলাম শাতিল। উপস্থায়ী প্রতিনিধি তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে নিহত সকল শহীদ বুদ্ধিজীবী, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 



মন্তব্য করুন