সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ বছর বয়সে এখনও ভোট দিতে পারেননি জামাল

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪ |আপডেট : ৬ জানুয়ারি ২০২৪ ০৭:২৮
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

বাবা-মা বাংলাদেশি হলেও জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। সেখানেই বেড়ে উঠা। পড়াশোনার পাশাপাশি ফুটবলে হাতেখড়িও ওখানে। সময়ের ব্যবধানে ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক। এখন পর্যন্ত খেলছেন, করছেন অধিনায়কত্ব। তবে অবাক করা ব্যাপার হলো, ৩৩ বছর বয়সী জামাল ডেনমার্ক কিংবা বাংলাদেশের কোনও নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি!

এমন কথা জেনে অনেকেই ভ্রু কুঁচকালেও এটাই সত্যি কথা। জামাল নিজেই এক প্রশ্নের উত্তরে এমন কথা জানিয়েছেন। খেলার কারণে জামালকে বাংলাদেশ ছাড়াও একেক সময় একেক জায়গায় থাকতে হয়। যে কারণে ভোটের সময় ভোটাধিকার প্রয়োগ করার সময় সুযোগ পাননি।

এবারও ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হারাচ্ছেন। বর্তমানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের দল সোল দা মায়োর হয়ে খেলা জামাল ডেনমার্কে ছুটি কাটাচ্ছেন।

বাংলাদেশ অধিনায়ক সেখান থেকে গণমাধ্যমকে বলেছেন, খেলার ব্যস্ততার কারণে আমার এখনও ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, সেটা ডেনমার্ক কিংবা বাংলাদেশের কোথাওই। ৭ জানুয়ারি নির্বাচনেও ভোট দিতে পারছি না। আসলে ভোটের সময় একেক জায়গায় থাকার কারণে ভোট দেওয়া হয়নি।

তবে জামাল সামনে সুযোগ পেলে ভোট দিতে চান, অবশ্যই আমি ভোট দিতে চাই। সামনে যখনই সুযোগ পাবো ভোট দেওয়ার আশা রাখছি। নিশ্চয়ই একসময় সুযোগ হবে।



মন্তব্য করুন