বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাংলাদেশি বাড়িওয়ালা খুন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
২৩ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯ |আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৯:৩৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন বাংলাদেশি বাড়িওয়ালা। নিহত বাড়িওয়ালার নাম একরামুল হক। তার বয়স আনুমানিক ৫৫ বছর। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে তার নিজ বাসায় ভিনদেশী ভাড়াটিয়ার হাতুড়ির আঘাতে মারা যান তিনি।

নিহত একরামুলের দেশের বাড়ি চট্টগ্রাম শহরের হামজারবাড় এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ফেলাডেলফিয়া এয়ারপোর্টে কাজ করতেন। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ২৪ বছর আগে আমেরিকায় এসে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুইল চেয়ারের সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। বছর খানেক আগে ফিলাডেলফিয়া শহরের এনগোরা ট্রেসে একটি তিন বেডরুমের বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন একরাম। বাড়িতে হন্ডুরাসের বংশোদ্ভুত কার্লোস ও ডেভিড নামের অপর এক কৃষ্ণাঙ্গ আমেরিকান ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ৩ মাস ধরে কার্লোস বাসা ভাড়া দিচ্ছিলেন না। শনিবার রাত ১টায় কাজ থেকে ফিরে একরামুল হক কার্লোস এর কাছে ভাড়ার টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে একটি হাতুড়ি দিয়ে একরামের মাথায় আঘাত করতে থাকে।

এক পর্যায়ে একরাম নিস্তেজ হয়ে বাসার মেঝেতে লুটিয়ে পড়েন। সারারাত ঘরের মেঝেতেই একরামের নিথর দেহ পড়ে থাকে। এদিকে সকাল ৭টায় ৯১১ এ কল পেয়ে পুলিশ সে বাড়িতে গিয়ে একরামের মৃতদেহ উদ্ধার করে। এসময় বাসার অন্য কক্ষ থেকে অভিযুক্ত হত্যাকারী কার্লোসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময়  কার্লোস অতিরিক্ত মদ্যপ ছিলো বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

নিহত একরামুল হক ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একাকী বসবাস করে আসছিলেন। তার পরিবার বাংলাদেশে থাকেন। একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। এদিকে পারবিারিক সিদ্ধান্তে চট্টগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা গেছে। ঘটনা জানাজানি হবার পর স্থানীয় বাংলাদেশিদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটেছে। তারা ঘাতককে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। চট্রগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।



মন্তব্য করুন