বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৮ |আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে নিউ সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তদের মৃত্যু ঘটে।

নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক সাথী আহম্মেদ (৪৫) ও তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)-এর মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত হাফিজ আহম্মেদের দেশের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের দেশের বাড়ি বরিশাল। তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই বসবাস করতেন। পরিবারের চার সদস্য স্বামী-স্ত্রীসহ দুসন্তান। তাদের ৮ বছরের মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউ ইয়র্ক সময় সকাল ১১ টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। তাদের মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছে। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।



মন্তব্য করুন