ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

প্রতীকী ছবি
ফেসবুকে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে একদল সাইবার অপরাধী। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ট্রাস্টওয়েভ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিচ্ছে সাইবার অপরাধীরা।
বিজ্ঞাপনে থাকা লিংকে ক্লিক করলেই স্মার্টফোন
বা কম্পিউটারে ‘ওভিথ্রিআর স্টিলার’ ম্যালওয়্যার
প্রবেশ করে। ক্ষতিকর ম্যালওয়্যারটি যন্ত্রে থাকা বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ
করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে।
ট্রাস্টওয়েভের তথ্যমতে, ফেসবুকে সাধারণত
প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে সাইবার অপরাধীরা।
এসব বিজ্ঞাপনে চাকরির আবেদনের জন্য একটি লিংকে ক্লিক করার পাশাপাশি পিডিএফ ফাইল নামানোর
কথা বলা হয়। আগ্রহীরা লিংকে ক্লিক করলে বা পিডিএফ ফাইল নামালেই কম্পিউটার বা স্মার্টফোনে
স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যার।
জানা গেছে, গোপনে কম্পিউটার বা স্মার্টফোনে
প্রবেশের পর ওভিথ্রিআর স্টিলার ম্যালওয়্যারটি ৯০ মিনিট পরপর দূরে থাকা সাইবার অপরাধীদের
কাছে তথ্য পাঠাতে থাকে। ফলে একজন ব্যক্তির সর্বশেষ সব তথ্যই জানতে পারে সাইবার অপরাধীরা।
ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ফেসবুকে বিজ্ঞাপনে ক্লিক না করার পরামর্শ
দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো
পিডিএফ ফাইল নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তারা।
মন্তব্য করুন