বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

অনলাইন ডেস্ক
৫ মার্চ ২০২৪ ২১:৫৬ |আপডেট : ৬ মার্চ ২০২৪ ২৩:২৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়।

ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারছেন না। তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কিছু জানায়নি।

একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।বিশ্বজুড়ে ওয়েবসাইটের ত্রুটি পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর