সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ের পরও লড়াই করে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৪ ১৯:৪১ |আপডেট : ১১ মার্চ ২০২৪ ২৩:৫৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে ২৫ রান নেই বাংলাদেশের। ওখানেই অসহায় আত্মসমর্পণের ইঙ্গিত মিলেছিল, একশ করা নিয়েই সংশয় ছিল। কিন্তু রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ ছক্কার পসরা সাজিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

প্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের পরও দারুণ লড়াইয়ে গ্যালারি মাতিয়েছে তারা। ২৮ রানে বাংলাদেশকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

প্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের পরও দারুণ লড়াইয়ে গ্যালারি মাতিয়েছে তারা। ২৮ রানে বাংলাদেশকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতলো শ্রীলঙ্কা।

১০ ওভারে ৪২ রান করেছিল বাংলাদেশ, পড়ে গিয়েছিল ৬ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন রিশাদ ও মেহেদী। দুজনের ৪৪ রানের জুটি ছিল ৩১ বলের।তারপর তাসকিনকে নিয়ে রিশাদ ২১ বলে ৪১ রান যোগ করে ফিরে যান। শেষ দিকে তাসকিন আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ওভারে ব্যবধান ৩০-এ নামিয়ে আনেন। ইনিংসের দুই বল বাকি থাকতে তাকে থামতে হয়। ২১ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১ রান করে আউট হন তাসকিন, দাসুন শানাকার বলে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ হন। বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৬ রানে।



মন্তব্য করুন