ডিজিটাল ক্যাম্পেইন সিজন—২০
ওয়ালটন ফ্রিজের ক্রেতা হুমায়ুন সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন—২০। এর আওতায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন কুমিল্লার দেবিদ্বারের ভ্যানচালক হুমায়ুন সরকার।
এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের
মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন ক্রেতা। ওয়ালটনের ১০ লাখ টাকায় ভাগ্য বদলের
মিছিলে এবার যোগ দিলেন হুমায়ুন সরকার।
এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের
মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন ক্রেতা। ওয়ালটনের ১০ লাখ টাকায় ভাগ্য বদলের
মিছিলে এবার যোগ দিলেন হুমায়ুন সরকার।
সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার
পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিম, স্থানীয় রাজনীতিক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী
লীগ সভাপতি আবুল কাশেম, পৌর ব্যবসায়ি সমিতির সভাপতি হিরন মোল্লা, ওয়ালটনের এক্সিকিউটিভ
ডিরেক্টর মনিরুল হক মনা, ডিভিশনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল সেলস ম্যানেজার
রাকিবুল হাসান এবং ওয়ালটন শোরুমের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চার বছর ধরে ভ্যান চালাচ্ছেন গুনাইঘর এলাকার
স্থায়ী বাসিন্দা হুমায়ুন। এর আগে দিনমজুর হিসেবে যুক্ত ছিলেন কৃষি কাজে। ১ ছেলে ১
মেয়ে সহ ৪ সদস্যের পরিবারের প্রধান তিনি। বাসায় ব্যবহারের জন্য চলতি মাসের ৯ তারিখে
‘চৌধুরী ইলেকট্রনিক্স’ থেকে ৪৫ হাজার
২০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন হুমায়ুন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার
এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি
যাওয়ার আগেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ি করার পাশাপাশি মেয়ের বিয়ে
দিবেন।
হুমায়ুন সরকার বলেন, ফ্রিজ কিনে ১০ লাখ
টাকা পাবো তা কখনো স্বপ্নেও ভাবিনি। এই টাকায় আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়ালটন
প্রমাণ করলো— তারা ক্রেতাদের দেয়া প্রতিশ্রম্নতি রক্ষা করে। ওয়ালটন
আমার ভাগ্য খুলে দিয়েছে। ওয়ালটনের পক্ষেই সম্ভব এতো বড় আর্থিক সুবিধা দেয়া। আমি
ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের
আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, আমরা দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশে থাকবে।
বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বিদেশে চলে যায়। দেশ বঞ্চিত হয় উন্নয়ন কর্মকাণ্ড থেকে।
তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে তৈরি নিজস্ব
পণ্য কেনার কোনো বিকল্প নেই।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারের ঈদের স্থানীয় বাজারে ফ্রিজের প্রায় ৮০ ভাগ
চাহিদা এককভাবে নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। টার্গেট পূরণে ওয়ালটন বাজারে
ছেড়েছে তিন শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের
দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এআইওটি বেজড স্মার্ট
প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও অ্যান্টি ফাংগাল ডোর গ্যাসকেট
প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা ১ বছরের রিপ্লেসমেন্টসহ
কে¤প্রসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত
সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে
ওয়ালটন ফ্রিজ।
সর্বশেষ খবর
- বুধবার জামায়াত, বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাজ্য
- ভারত হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহযোগিতা নিতে পারে: উপদেষ্টা আসিফ
- পঞ্চম বর্ষে পদার্পণ: ঢাকা ওয়েভের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত
- শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন
মন্তব্য করুন