বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে ইতিহাস গড়ল হায়দরাবাদ

স্পোর্টস প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৪ ২১:৫৩ |আপডেট : ১৮ এপ্রিল ২০২৪ ১৯:২৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৭তম আসরে নিজেদের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ।

আজ বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২৮৭/৩ রানের পাহাড় গড়ে হায়দারাবাদ। 

এর আগে গত ২৭ মার্চ চলতি আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭/৩ রান করেছিল হায়দরাবা। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়ল হায়দারাবাদ।

গত ১১ বছর আইপিএলে দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ডটি ছিল বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭টি ছক্কা আর ১৩টি চারের সাহায্যে আইপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫* রানের ইনিংস খেলার ম্যাচে এই রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু।

আজ সোমবার বেঙ্গালুরুতে ট্রাভিস হেডের সেঞ্চুরি আর হেনরি ক্লেসের ফিফটিতে ভর করে ২৮৭ রারেন রেকর্ড গড়ে হায়দরাবাদ।



মন্তব্য করুন