৩৮.৫ তাপমাত্রাতেই সড়কে আটকে যাচ্ছে জুতা-গাড়ির চাকা!
ছবি : সংগৃহীত
বগুড়ায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবার এই জেলায় তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এতেই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
এদিকে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ই
গলে যাচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কের পিচ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড
এলাকায়সহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, সড়কের
পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক। জানা যায়, কয়েক দিন
ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন
সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ 'ঘামতে' দেখা গেছে। কিন্তু বুধবার দুপুরে উপজেলার গেটের
সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার
সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে।
ফের কমল সোনার দাম, দুই দিনে কমেছে ৫২৩৮
টাকাফের কমল সোনার দাম, দুই দিনে কমেছে ৫২৩৮ টাকা
অটোরিকশা চালক আতিক বলেন, দুপুরে যাত্রী
নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। গাড়িটি থেকে
চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে রয়েছে।
ফিরোজ হোসেন বলেন, গরমে সড়কের পিচ গলে
যাচ্ছে সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হেঁটে যেতে লাগলে জুতা সড়কে আটকে যায়।
সর্বশেষ খবর
- বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল ‘গোল্ড কিনেন’
- বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ
- বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি পাবেন
- কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত
- দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট
মন্তব্য করুন