বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন

অনলাইন ডেস্ক
৬ আগস্ট ২০২৪ ২৩:৫৭ |আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১০:৩২
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল। অবশেষে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এই পরিস্থিতিতে চীন বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

বাংলাদেশে শিগগিরই স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আশাবাদ ব্যক্ত করেন।

লিন জিয়ান বলেন, 'বাংলাদেশের চলমনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে।'



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর