বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শরীফ আহমেদের মাধ্যমে পোল্যান্ডে ৫০০ কোটি টাকা পাচার করেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৫৭ |আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩১
শামীম ওসমানের সঙ্গে শরীফ আহমেদ (সাদা শার্ট পরিহিত)
শামীম ওসমানের সঙ্গে শরীফ আহমেদ (সাদা শার্ট পরিহিত)

ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। গত ৬ সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

শামীম ওসমান দেশে যেমন নানা অপকর্ম করেছেন, বিদেশেও পাচার করেছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শরীফ আহমেদ নামে এক প্রবাসী আওয়ামী লীগ নেতার মাধ্যমে শামীম ওসমান ৫০০ কোটির বেশি টাকা বিদেশে পাচার করেছেন।

শরীফ আহমেদ ২০১১ সালে অবৈধ পথে পাড়ি জমান পোল্যান্ডে। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন তিনি। পোল্যান্ডে বাঙালিদের কাছে তিনি শামীম ওসমানের ম্যানেজার হিসেবে পরিচিত।

শামীম ওসমানের আশীর্বাদপুষ্ট হয়ে শরীফ আহমেদ বাগিয়ে নেন পোল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ। পদ পাওয়ার পরই ফুলেফেঁপে উঠতে থাকে তার ব্যবসা-বাণিজ্য। গড়ে তোলেন এশিয়ান বাজার নামে সুপার শপ। এরপর পোল্যান্ডে একাধিক বাড়ি ও গাড়ির মালিক হন তিনি। শামীম ওসমান দেশ থেকে টাকা পাচার করে বিদেশের পাঠালে শরীফ আহমেদ এইসব সম্পদ কেনেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শামীম ওসমান পোল্যান্ডে না গেলেও ইউরোপের কোনো দেশে গেলেই তার সঙ্গী হতেন শরীফ আহমেদ। বিভিন্ন অনুষ্ঠানে ক্ষমতাশালীদের সঙ্গে তোলা নিজের ছবি প্রচার করে নিজেকেও ক্ষমতাশীল জাহির করতেন শরীফ।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর