রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ২১:০৬ |আপডেট : ১ নভেম্বর ২০২৪ ২১:৩১
ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু
ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’।

এ উপলক্ষে আজই অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে বিপিজেএর সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি বোরহান উদ্দিন।

এরপর দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

 

বিপিজেএর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, ক্রীড়া উদযাপন আহবায়ক উপকমিটির সদস্য হাবিবুর রহমান, হারুনর রশীদ রুবেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।



মন্তব্য করুন