সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেই জাহাজে পাকিস্তান থেকে আলু-পেঁয়াজসহ যা যা এলো

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৪ ০৯:২৮ |আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ২৩:১৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রামে পণ্য নিয়ে আসা জাহাজ নিয়ে আলোচনা চলছেই। কী ছিল সেই জাহাজে? আর কেনই বা এতদিন পর পাকিস্তানের করাচি থেকে জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এলো এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে। ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে সে দেশের উদ্বেগের খবর দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা ছড়িয়েছে।

স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি আমদানি পণ্য নিয়ে আসে এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি। সংযুক্ত আমিরাত থেকে আসা জাহাজটি করাচি থেকে ২৯৭ একক কনটেইনার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭৩ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে ১১ নভেম্বর। 

পাকিস্তান থেকে আসা কনটেইনারে কী কী পণ্য রয়েছে- জানতে চাইলে শিপিং কোম্পানি রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, পাকিস্তান থেকে মূলত বিভিন্ন শিল্পের কাঁচামাল, কাপড়, ভোগ্যপণ্য ও ইলেকট্রনিকস আইটেম আনা হয়ে থাকে। এবার কী কী আনা হয়েছে তা বিস্তারিত জানায় কাস্টমস ও শিপিং কোম্পানিগুলো।

কাস্টমস সূত্রের তথ্যমতে, পাকিস্তান থেকে ৬ হাজার ৩৩৭ টন পণ্য এসেছে। এসব পণ্যের মধ্যে ১১৫টি কনটেইনার রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। ৪৬টি কনটেইনারে আছে খনিজ পদার্থ ডলোমাইট, ৩৫টি কনটেইনারে রয়েছে চুনাপাথর, ২৮টি কনটেইনারে রয়েছে পোশাক শিল্পের কাঁচামালা কাপড় ও রঙ, ১০টি কনটেইনারে রয়েছে কাচ শিল্পের কাঁচামাল ভাঙা কাচ, ছয়টি কনটেইনারে রয়েছে ম্যাগনেশিয়াম কার্বনেট এবং একটি কনটেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। শিল্পের কাঁচামাল ছাড়াও ৪২টি কনটেইনারে ৬১১ টন পেঁয়াজ, ১৪টি কনটেইনারে ২০৩ টন আলু আনা হয়েছে ফ্রিজার কনটেইনারে করে।

এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিনস, এক্স সিরামিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

করাচির সঙ্গে নৌ-চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, করাচি থেকে ৩৭০ একক কনটেইনার পণ্য নিয়ে আসা জাহাজটি গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ১৩ নভেম্বর ২৮৯ একক কনটেইনার পণ্য নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে চলে গেছে।

দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে একটি রুট চালু করেছে। তাদের সেবার আওতায় জাহাজ সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের করাচি বন্দর, ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রুটে চলাচল করবে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের জাহাজে অস্ত্র আসার যে খবর দিয়েছে তা পুরোপুরি ভুয়া। শিগগিরই এ ব্যাপারে স্টেটমেন্ট দেবে সরকার।



মন্তব্য করুন