বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম বর্ষে পদার্পণ: ঢাকা ওয়েভের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত

রেদোয়ান হাসান, সাভার
২ ডিসেম্বর ২০২৪ ২৩:১৯ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২৪ ২৩:২৫
রেদোয়ান হাসান
রেদোয়ান হাসান

সময়ের নিরন্তর প্রবাহে ইতিহাসের বাঁকে বাঁকে কিছু প্রতিষ্ঠান নিজস্ব স্বকীয়তায় গড়ে তোলে আলোকবর্তিকা। আজ, ঢাকা ওয়েভ সেই ঐতিহ্যবাহী পথচলার একটি উজ্জ্বল মাইলফলক অতিক্রম করছে, তার পঞ্চম বর্ষে পা রেখে। এই যাত্রা কেবল একটি সংবাদমাধ্যমের অগ্রযাত্রা নয়; এটি সাহস, সততা, এবং মানুষের আস্থার এক দীপ্ত ঘোষণাপত্র।

সাভারের মাটি ও মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। সেই প্রথম দিন থেকে আজ অবধি, ঢাকা ওয়েভ আমাকে সাহস দিয়েছে ভয়ংকর অপরাধের বিরুদ্ধে দাঁড়ানোর। যখন মাফিয়া চক্র, সন্ত্রাসী এবং অসত শক্তিগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা মানেই ভয় আর হুমকির এক অব্যক্ত শঙ্কা ছিল, তখন ঢাকা ওয়েভ তার সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে। এই সংবাদমাধ্যম আমার কলমকে শক্তি দিয়েছে, আমার কণ্ঠকে সাহস জুগিয়েছে, আর সাভারের মানুষের জন্য প্রতিবাদী এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

ঢাকা ওয়েভ শুধু অপরাধীদের আতঙ্কই নয়, এটি নিরীহ মানুষের জন্য আশার প্রতীক। যারা সহায়-সমর্থনহীন, যারা বিচার চাইতে ভয় পায়, তাদের পাশে ঢাকা ওয়েভ দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে। সাভারে এটি আজ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেখানে পাঠকরা খুঁজে পান নির্ভরতার ঠিকানা।

এই অভূতপূর্ব যাত্রায় আমার সঙ্গে ছিল ঢাকা ওয়েভ পরিবারের প্রতিটি সদস্যের নিরলস সহযোগিতা। তাদের নির্ভীক মনোভাব, গভীর পেশাদারিত্ব, এবং মানবিক চেতনা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। তাদের অবদান ছাড়া সাভারে আমাদের এই অগ্রযাত্রা কখনোই সম্ভব হতো না।

আমাদের প্রতিবেদনগুলো শুধু তথ্য প্রকাশের নয়; এটি অপরাধ উন্মোচন, সত্য প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকারের প্রতি দায়বদ্ধতার প্রতীক। ঢাকা ওয়েভকে সাভারে এই অবস্থানে পৌঁছে দিয়েছে তার পাঠকদের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। আমাদের দায়িত্ব শুধু প্রতিবেদন লেখা নয়, সমাজের অব্যক্ত সমস্যাগুলোকে উন্মোচন করা, মজলুমের কণ্ঠস্বর হয়ে ওঠা।

পঞ্চম বর্ষে পদার্পণের এই গৌরবময় দিনে, আমি বলতে পারি, ঢাকা ওয়েভ থেমে থাকার জন্য নয়। এটি তার নতুন গতি, নতুন উদ্দীপনা এবং নতুন প্রত্যয়ে আবার পাঠকদের মাঝে ফিরে আসছে। আগামীর ঢাকা ওয়েভ হবে আরও উদ্যমী, আরও শক্তিশালী, এবং আরও সাহসী। আমরা পাঠকদের জন্য সত্য এবং ন্যায়ের পথে আলোকবর্তিকা জ্বালিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই যাত্রায় আমি কৃতজ্ঞ সাভারের সকল মানুষের প্রতি, যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। কৃতজ্ঞ আমাদের পাঠকদের প্রতি, যারা প্রতিটি প্রতিবেদনকে সাদরে গ্রহণ করেছেন। এই আস্থা আর ভালোবাসাই আমাদের চালিকাশক্তি।

ঢাকা ওয়েভ থাকবে সবার পাশে, মানুষের কল্যাণে, এবং সমাজের পরিবর্তনের জন্য। এটি কেবল একটি সংবাদমাধ্যম নয়, এটি সত্য আর ন্যায়ের নির্ভরযোগ্য আলয়।



মন্তব্য করুন