দুর্বল হচ্ছে দাবানল, স্বস্তি মিলেছে ক্যালিফোর্নিয়ায়
ছবি : সংগৃহীত
বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার কিছু সময়ের জন্য দাবানল স্তিমিত হয়ে আসে। এতে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসে দাবানল
ছড়াতে থাকে। ধ্বংসাত্মক এই দাবানলে ২৫ জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস শহরের বড় এলাকা
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আবহাওয়াবিদেরা বলেছেন, আপাতত দাবানল থামতে যাচ্ছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদেরা বলেছেন, আগামী কয়েক দিন উপকূলীয়
বাতাস অতিপ্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে।
বার্তা সংস্থা এএফপিকে আবহাওয়াবিদ রায়ান কিটেল বলেন, ‘আজ (বুধবার) রাত
ও আগামীকাল (বৃহস্পতিবার) বড় ধরনের উন্নতি হবে। যদিও এখনো কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে।’ তিনি সতর্ক করে
বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে আরও একবার ধ্বংসাত্মক শুষ্ক আবহাওয়ার (বাতাসে কম আর্দ্রতা)
আশঙ্কা করা হচ্ছে।
সাধারণত বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম হলে এবং বাতাসের গতি বেশি
থাকলে তা দাবানল ছড়িয়ে পড়ার জন্য অনুকূল হয়।
ইটন ও প্যালিসেইডস এলাকায় দাবানলে ৪০ হাজার একরের বেশি পুড়েছে। গত বুধবারও
সেখানকার কিছু এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
লস অ্যাঞ্জেলেস শহর অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি
সাংবাদিকদের বলেন, এখনো জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে
যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অগ্নিনির্বাপক দল ও মেক্সিকো থেকে আসা অগ্নিনির্বাপণকর্মীরা।
সর্বশেষ খবর
- চলে আসেন কাশিমপুর ভালো জায়গা দেব, হাসিনাকে আহ্বান জামায়াত আমিরের
- পুলিশের গুলিতে মীর মুগ্ধ হত্যার প্রমাণ পেয়েছে পরিবার
- দুর্বল হচ্ছে দাবানল, স্বস্তি মিলেছে ক্যালিফোর্নিয়ায়
- ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা শুক্রবার শুরু
- উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা
মন্তব্য করুন