শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যালেন্টাইনস ডে নিয়ে ছাত্রশিবিরের পোস্ট

নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ |আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি সম্বলিত একটি পোস্ট দেয় ছাত্রশিবির।

পোস্টের ছবিতে লেখা ছিল, ওরা আমাদের সামাজিক বন্ধন কেড়ে নিতে চায়। ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। পোস্টে #SayNoToValentine এবং #SayNoToValentineDay হ্যাশট্যাগ ব্যবহার করে তারা।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আরেক পোস্টে ছাত্র শিবির ইংরেজিতে লিখে, ভ্যালেনটাইন ইজ নট আওয়ার কালচার অর্থাৎ ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। সেই পোস্টেও হ্যাশট্যাগ দুটি ব্যবহার করা হয়।

এছাড়া দিনের শুরুতে আরও একটি ছবি সম্বলিত একটি পোস্ট দেয় ছাত্রশিবির। সেটিও একই বার্তা ছিল। আরও লেখা ছিল, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলেমেয়েদের সাথে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

গতকালও 'ভালোবাসা দিবসকে না বলুন' লিখে ফেসবুকে প্রচারণা চালায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

 



মন্তব্য করুন