মাসিক ম্যাগাজিন ‘কুইর্কি’র মোড়ক উন্মোচন
‘কুইর্কি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
নিজেদের প্রথম মাসিক ম্যাগাজিন ‘কুইর্কি’ প্রকাশ করেছে ওয়ার্থি পাবলিকেশন্স। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
কুইর্কিতে রয়েছে স্বাস্থ্য, ভ্রমণ, খাদ্য, ব্যবসা, সাহিত্য, বিনোদনসহ মোট আটটি বিভাগ।
ওয়ার্থি পাবলিকেশন্সের সহ-প্রতিষ্ঠাতা কাশফিয়া হক সামারা বলেন, ‘এখানে অতিথি লেখকদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। আর ম্যাগাজিনটিতে লেখা পাঠানোর নিয়ম-কানুন ম্যাগাজিন ও ম্যাগাজিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলোতে পাওয়া যাবে।’
ওয়ার্থি পাবলিকেশন্স’র পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের শেষের দিকে ঢাকাসহ বাংলাদেশের বেশির ভাগ বইয়ের দোকান ও ক্যাফেগুলোতে পাওয়া যাবে ম্যাগাজিনটি। তাছাড়া ওয়ার্থিবুকসবিডি’র অনলাইন পেজেও পাওয়া যাবে এ ম্যাগাজিন।
পত্রিকাটি প্রকাশ করেছে ওয়ার্থি পাবলিকেশন্স এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে PREZZIE, Dhanmondi তে। ৬০ জনের দলকে নেতৃত্ব দিয়েছে ৮ জন। এই পত্রিকটি চলতি মাসের শেষের দিকে ঢাকাসহ বাংলাদেশের বেশির ভাগ বইয়ের দোকান ও ক্যাফেগুলোতে পাওয়া যাবে। তাছাড়া Worthybooksbd এর অনলাইন পেজ এ ও পাওয়া যাবে।
সর্বশেষ খবর
- বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাজ্য
- ভারত হাইকমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জাতিসংঘের সহযোগিতা নিতে পারে: উপদেষ্টা আসিফ
- পঞ্চম বর্ষে পদার্পণ: ঢাকা ওয়েভের সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত
- শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন
- শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন
মন্তব্য করুন