বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাসিক ম্যাগাজিন ‘কুইর্কি’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২০ ০২:২৬ |আপডেট : ২৭ এপ্রিল ২০২১ ০৪:৩৬
‘কুইর্কি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
‘কুইর্কি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

নিজেদের প্রথম মাসিক ম্যাগাজিন ‘কুইর্কি’ প্রকাশ করেছে ওয়ার্থি পাবলিকেশন্স। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

কুইর্কিতে রয়েছে স্বাস্থ্য, ভ্রমণ, খাদ্য, ব্যবসা, সাহিত্য, বিনোদনসহ মোট আটটি বিভাগ।

ওয়ার্থি পাবলিকেশন্সের সহ-প্রতিষ্ঠাতা কাশফিয়া হক সামারা বলেন, ‘এখানে অতিথি লেখকদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। আর ম্যাগাজিনটিতে লেখা পাঠানোর নিয়ম-কানুন ম্যাগাজিন ও ম্যাগাজিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলোতে পাওয়া যাবে।’

ওয়ার্থি পাবলিকেশন্সর পক্ষ থেকে জানানো হয়, চলতি মাসের শেষের দিকে ঢাকাসহ বাংলাদেশের বেশির ভাগ বইয়ের দোকান ও ক্যাফেগুলোতে পাওয়া যাবে ম্যাগাজিনটি। তাছাড়া ওয়ার্থিবুকসবিডির অনলাইন পেজেও পাওয়া যাবে এ ম্যাগাজিন।

পত্রিকাটি প্রকাশ করেছে ওয়ার্থি পাবলিকেশন্স এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে PREZZIE, Dhanmondi তে। ৬০ জনের দলকে নেতৃত্ব দিয়েছে ৮ জন। এই পত্রিকটি চলতি মাসের শেষের দিকে ঢাকাসহ বাংলাদেশের বেশির ভাগ বইয়ের দোকান ও ক্যাফেগুলোতে পাওয়া যাবে। তাছাড়া Worthybooksbd এর অনলাইন পেজ এ ও পাওয়া যাবে।



মন্তব্য করুন