বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে দুই চীনা নাগরিকসহ আহত ৪
বিআরটি প্রকল্পের গার্ডার ধস
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) গার্ডার ধসে দুই চীনা নাগরিকসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুইজন চীনা নাগরিক, অন্যরা বাংলাদেশি নাগরিক। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পেয়েছি। গার্ডার ভেঙে কয়েকজন আহত হয়েছে শুনেছি। কিন্তু আমরা গিয়ে কাউকে পাইনি।’
এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আক্তার বলেন, গার্ডার ভেঙে পড়ার ঘটনাটি আমাদের প্রকল্প এলাকায় ঘটেনি। এটি বিআরটি প্রকল্প এলাকায় ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
তবে বিআরটি প্রকল্পের এ এস এম ইলিয়াস শাহ নামে এক পরিচালক বলেন, গার্ডার ভেঙে পড়ার বিষয়টি আমি জানি না।
মন্তব্য করুন