বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০০ |আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নীলফামারীতে বিদেশি পিস্তলসহ তরিকুল আলম ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, সিপিসি-২।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে। বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ডিমলা উপজেলায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে আমাদের কাছে খবর আসে। এই খবরের সূত্র ধরে আমাদের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। এরপর আমরা খবর পাই কতিপয় অস্ত্রব্যবসায়ী অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গোপনে অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রংপুর র‌্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম বলেন,পিস্তল ব্যবসায়ী লিটন তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই ও বিভিন্ন নাশকতার কাজে ব্যবহারের জন্য ভাড়া দিত এবং নিজেও ব্যবহার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্যদের ধরতে গোপন অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর