রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি ২০২৫ ১১:১১ |আপডেট : ৩ জানুয়ারি ২০২৫ ১০:৩৭
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার গুড়াবাড়ি ঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার তেঘড়া দন্ডপানি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হলেও স্থানীয়রা তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন বম্বু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন রাশেদ।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর