ভাঙ্গা রাস্তায় ভোগান্তি, চেয়ারম্যান জানালেও অবগত নন প্রকৌশলী
ভাঙ্গা রাস্তায় ভোগান্তি, চেয়ারম্যান জানালেও অবগত নন প্রকৌশলী
নীলফামারীর ডোমারের সদর ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার বাইপাস দিয়ে মহাসড়ক উঠার সড়কটি ভেঙ্গে গিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। সপ্তাহখানেক ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের।
স্থানীয়রা জানান, 'মহাসড়ক হওয়ার পর থেকেই এটি ব্যস্ত সড়কে পরিণত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর রাতে প্রবল বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এছাড়াও পুরো রাস্তা এবড়ো থেবড়ো হয়ে পড়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় অনেকেরই যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।'
ওই এলাকার নাজমুল ইসলাম বলেন, 'প্রবল বৃষ্টিপাতের কারনে রাস্তা ভেঙ্গে গেছে। রাস্তার পাথর উঠে গেছে। এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।'
ভ্যান চালক আব্দুর রহমান বলেন, 'মহাসড়কের পাশে রয়েছে ইট ভাটা। সব সময় এই রাস্তা দিয়ে শ্রমিকেরা রিকশা-ভ্যানে করে এই রাস্তায় দিয়ে যাওয়া আসা করে। ভাঙ্গার এক সপ্তাহ হয়ে গেলেও রাস্তা ঠিক করতে এখন পর্যন্ত কেউ এলো না।'
শ্রমিক রাজ্জাক হোসেন বলেন, 'রাস্তা ভাঙা থাকায় সারাদিনেই অনেকেই এসে গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে রাতের আধারে দুর্ঘটনায় পড়তে পারেন মানুষ।'
ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, 'রাস্তাটি সংস্কারের দায়িত্ব এলজিইডির। তাদেরকে আমি ভাঙ্গা রাস্তার সংস্কারের কথা জানিয়েছি। কিন্তু তারা কোনো গুরুত্ব দেখায় নি। তারা দুয়েক দিনের মধ্যে ঠিক করে না দিলে আমি ঠিক করে দেবো।'
এ বিষয়ে ডোমার উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন, 'রাস্তা ভাঙার ব্যাপারে আমাদের কেউ অবগত করে নি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।'
মন্তব্য করুন