শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে ছেলের কোদালের কোপে বাবা নিহত

নীলফামারী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩ ১৯:১৮ |আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১২:২৩
নীলফামারী জেলা
নীলফামারী জেলা

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ (৭০) ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে। বড় ছেলে নুর ইসলামের কোদালের কোপে নিহত হন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওইদিন সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের মারামারির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। সেই কোপে আজিজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন