মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাণীনগরে নারীকে মারধর, চুল কেটে দেওয়ার অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০১:২৭ |আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষরা হাঁসুয়া দিয়ে মোছা. রোজিনা নামে এক নারীর মাথার চুল কেটে দিয়েছেন।

সোমবার উপজেলার পারইল ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে রোজিনা ও তার মেয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় রাতেই ৫ জনের নামে রাণীনগর থানায় মামলা হয়েছে।

রোজিনার পরিবারের অভিযোগ, কামতা গ্রামের সাবেক মেম্বার আজাদুল ইসলামের নেতৃত্বে তার ছেলে সামিউল ইসলাম সাকিবসহ ৪৫ জন রোজিনা ও তার মেয়ে মোছা. ফারজানা এবং তার ভাই মো. ওয়াসিমকে রড়, সাবল ও লাঠি দিয়ে মারধর করেছেন। এ সময় হাঁসুয়া দিয়ে রোজিনার মাথার চুল কেটে দেন তারা।

জানা গেছে, উপজেলার কামতা গ্রামের ওয়াসিমের পরিবারের সঙ্গে জায়গাজমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের চয়েন উদ্দীন চাঁনের বিরোধ চলে আসছে। সোমবার সকালে চয়েন উদ্দীন চাঁন আমিন নিয়ে এসে জায়গা নির্ধারন করছিলেন। এ সময় ওয়াসিমের পরিবার জায়গাজমির স্থায়ী সমাধান চায়। এতে চাঁন ও সাবেক মেম্বার আজাদুল তাদের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে সাবেক মেম্বার আজাদুলের নেতৃত্বে তার ছেলে সাকিবসহ ৪৫ জন মিলে ওয়াসিমকে রড়, সাবল ও লাঠি দিয়ে মারধর করেত লাগে। এ সময় ওয়াসিমের বোন রোজিনা ও ভাগ্নি ফারজানা ওয়াসিমকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষরা তাদেরও মারধর করেন। এ সময় রোজিনার মাথার চুল কেটে দেয় প্রতিপক্ষরা।

মো. ওয়াসিম বলেন, দীর্ঘদিন ধরে চাঁনের সঙ্গে জমি নিয়ে আমাদের পরিবারের বিরোধ চলে আসছে। সোমবার চাঁন জমিতে আমিন নিয়ে আসলে ওইসব জায়গার আমরা স্থায়ী সমাধান চাই। এ সময় প্রতিপক্ষরা আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে আমাকেসহ পরিবারের লোকজনকে মারধর করেন। এ সময় তারা আমার বোন রোজিনার মাথার চুলও কেটে দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় মামলা করেছি। দ্রুত মামলার আসামি গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার আজাদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে তিনি ছিলেন না। বরং অভিযোগকারীরা তার স্ত্রীসহ কয়েকজনকে মারধর করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর