অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত-জ্যাকি
সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি
সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার গোয়ার সৈকতে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান।
সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, বুধবার
সকাল থেকেই গোয়ার সৈকতে ছিল তারকাদের হাট। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর
দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ তারকাজুটি।
বিয়ের প্রথম ছবি দিয়ে রাকুল-জ্যাকি লিখেছেন,
চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি।
তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে শুভেচ্ছা
জানিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থাসহ বলিপাড়ার একাধিক তারকা।
জানা যায়, পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন
বলিউডের এ তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল-জ্যাকি।
অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে
নিয়েছিলেন জ্যাকি ভাগনানি।
সর্বশেষ খবর
- বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল ‘গোল্ড কিনেন’
- বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ
- বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি পাবেন
- কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত
- দেশব্যাপী গ্রাহক সেবা সপ্তাহ-২০২৪ শুরু করলো ওয়ালটন কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট
মন্তব্য করুন