শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত-জ্যাকি

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৭ |আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪
সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি
সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার গোয়ার সৈকতে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান।

সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে ছিল তারকাদের হাট। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ তারকাজুটি।

বিয়ের প্রথম ছবি দিয়ে রাকুল-জ্যাকি লিখেছেন, চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি।

তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থাসহ বলিপাড়ার একাধিক তারকা।

জানা যায়, পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন বলিউডের এ তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল-জ্যাকি। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর