শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপে আবারও বিয়ে করলেন সানি লিওন, পাত্র কে জানেন?

অনলাইন ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ১৯:৩৪ |আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২৩:৩৮
মালদ্বীপে আবারও বিয়ে করলেন সানি লিওন
মালদ্বীপে আবারও বিয়ে করলেন সানি লিওন

তিন সন্তানকে সঙ্গে নিয়ে মালদ্বীপের নৈসর্গিক পরিবেশে আবারও বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে নতুন কোনো পুরুষকে নয়, নিজের স্বামী ড্যানিয়েল ওয়েবারকেই আবারও বিয়ে করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক্স টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সন্তানদের নিয়ে  নিজেদের বিয়ের আনন্দ উপভোগ করতে এবং বিয়ে নামের প্রতিষ্ঠানের গুরুত্বকে সন্তানদের বোঝাতেই নতুন করে আবারও বিয়ে সারেন সানি ও ড্যানিয়েল।

জানা যায়, দীর্ঘদিন ধরেই এ প্ল্যান ছিল তাদের। তবে সময়ের অভাবে তা করতে পারেননি। তবে বিয়ের ১৩ বছর পেরোতেই নিজেদের প্ল্যানকে বাস্তবে রূপ দিতে চান আলোচিত এ দম্পতি।

২০১১ সালে ড্যানিয়েলকে ভালোবেসে বিয়ে করেন সানি। তবে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের কঠিন সময়ে (সানির বাবার অসুস্থতার সময়) রাসেলকে পাশে পাননি সানি। তাই শেষমেষ সানি ও রাসেলের প্রেমের সম্পর্ক বিচ্ছেদে বদলে যায়। এরপরই সানির জীবনে পা রাখেন ড্যানিয়েল।

জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সানিকে ছায়ার মতো আগলে রেখেছেন স্বামী ড্যানিয়েল। কঠিন সময়ে একজন অন্যজনের হাত শক্ত করে ধরেছেন। জীবনের বাকি সময়টাও যেন ভরসা, আনন্দ আর পরস্পরের প্রতি শ্রদ্ধা, প্রতিশ্রুতিবদ্ধ থাকে তাই আবারও বিয়ে করে সম্পর্কের নতুন অর্থ আর মাত্রা তৈরি করলেন সানি ও ড্যানিয়েল।  



মন্তব্য করুন